ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত


কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মোখা’। বঙ্গোপসাগরের মধ্য ও এর পাশে দক্ষিণপূর্ব এলাকায় অবস্থান করা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *