জুলাই-আগষ্টের রফতানী আয় আশা জাগাচ্ছে


জুলাই আগষ্টে রাফতানী আয়ের লক্ষমাত্রা ছিল ৮২২০ মিলিয়ন ডলার আর প্রকৃত আয় হয়েছে ৮৫৯১.৮২ ডলার যা লক্ষমাত্রার চেয়ে ৪.৫২% বেশী। লক্ষনীয় বিষয় হচ্ছে ২০২০-২১ অর্থ বছরের একই সময়ের চেয়ে রফতানী বেশী হয়েছে ২৫.৩১% । ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম ২ মাসের রফতানী লক্ষমাত্রা পূরণ হওয়ার মাধ্যমে আশা করা যায় যে বর্তমান রফতানী আয়ের গতি অব্যহত থাকলে  ২০২২-২০২৩ অর্থ বছরের শেষে রফতানী আয় লক্ষমাত্রার চেয়ে বেশী হবে।

বর্তমান অর্থবছরের পরিসংখ্যান থেকে দেখা যায় যে তৈরী পোষাক রফতানী খাতে জুলাই-আগষ্টের লক্ষমাত্রার চেয়ে ৭.২৪% বেশী রফতানী আয় হয়েছে। এই দুই মাসের লক্ষমাত্রা ছিল ৬৬৩২.৬৯ মিলিয়ন ডলার এর বিপরীতে আয় হয়েছে ৭১১১২.৬৭ মিলিয়ন ডলার। ২০২১-২০২২ অর্থ বছরে পোষাক রফতানী খাতে আয় হয়েছিল ৪২৬১৩.১৫ মিলিয়ন ডলার। এই খাতে ২০২২-২০২৩ অর্থ বছরে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪৬৮০০ মিলিয়ন ডলার।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *