কভিডের শেষ দেখা যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


কভিড-১৯ এর শেষ দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ মহামারীর ইতি টানার জন্য বিশ্ব কখনো এর চেয়ে ভালো অবস্থানে ছিল না বলে জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেয়াসুস। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান। খবর রয়টার্স।

২০২০ সালের মার্চে করোনাকে মহামারী হিসাবে স্বীকৃতি দেয়ার পর এটি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে আশাব্যঞ্জক বক্তব্য। এরই মধ্যে দুই বছর ধরে কভিড কেড়ে নিয়েছে ৬০ লাখেরও বেশি মানুষের প্রাণ।

ডব্লিউএইচওর প্রধান সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এখনো সেখানে পৌঁছাইনি। কিন্তু শেষ দেখা যাচ্ছে।

২০১৯ সালের শেষের দিকে চীনে আবির্ভূত এই ভাইরাসটি প্রায় ৬৫ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। সংক্রমিত করেছে ৬০ কোটি ৬০ লাখ মানুষকে। বিশ্বব্যাপী অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *