ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় করমুক্তই থাকছে


চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয়করের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো স্পষ্টীকরণ করে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে একটি আয়কর পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে সরকারি সিকিউরিটিজের পাশাপাশি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয়কে করযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় আগের মতো করমুক্তই থাকছে।

এনবিআরের জারি করা পরিপত্রে বলা হয়েছে, অর্থ আইন ২০২২-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ৩২ ধারার ৭ উপধারাটি বিলোপ করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য হারে করারোপ করা হবে।

মূলত আয়কর পরিপত্রের এ বিষয়টি নিয়ে গতকাল পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে সব ধরনের মূলধনি আয়কে করের আওতায় আনা হয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে ২০১৫ সালে জারি করা এসআরওর মাধ্যমে করমুক্ত রাখা হয়েছে। এ এসআরও এখনো বলবৎ থাকায় ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কর দিতে হবে না।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *