দুদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী


দুদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ মে তার রওনা হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক বলেন, ২৩-২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক একটি ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ফোরামে অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই ফোরামের মূল উদ্দেশ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ মে পর্যন্ত কাতারে অবস্থান করবেন। সফরকালে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারপ্রধানের অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, আসন্ন কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান আমন্ত্রিত। তাছাড়া কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি ও কাতার এয়ারওয়েজের গ্রুপ সিইও আকবর আল-বাকারসহ অনেকের অংশ নেয়ার কথা রয়েছে।

এর আগে জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে চলতি বছরের ৪-৮ মার্চ সর্বশেষ কাতার সফর করেন প্রধানমন্ত্রী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দেন তিনি।

কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। সেসব অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *