পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক


পুঁজিবাজারে চলমান মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। একই সঙ্গে ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারের ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এমনটা জানিয়েছেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *