ম্যানমেইড ফাইবারের পোশাকে চীনা সহায়তা চায় বিজিএমইএ


কৃত্রিম তন্তু বা ম্যানমেইড ফাইবারের পোশাক উৎপদানে চীনা প্রযুক্তি এবং উপকরণ সহায়তা চেয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যেক্তাদের সংগঠন বিজিএমইএ।

 

ঢাকা সফররত চীনা বস্ত্র ও পোশাক খাতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সহায়তা চান।

আজ বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

চীনা প্রতিনিধিদলে ছিলেন দেশটির হুবেই জিনতিয়ান টেক্সটাইল বোর্ডের চেয়ারম্যান জুয়েউ ঝাং, সাংহাই চ্যালেঞ্জেস টেক্সটাইলের জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়াং কিডং ও রিটন আউটডোর স্পোর্টস প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক তিন্না ঝাং প্রমুখ।

বিজিএমইএ সভাপতি বলেন, তুলা বহির্ভূত এবং উচ্চ-মূল্যের পোশাক উৎপাদনে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগ, উৎপদান ও রপ্তানিও বেড়ছে। এ ধরণের পণ্য উৎপাদনে চীন আগে থেকেই অগ্রসর। বিশেষ করে চীন ম্যান-মেইড ফাইবার, ডাইস, কেমিক্যালস, টেক্সটাইল যন্ত্রপাতি এবং অন্যান্য কাঁচামালের চাহিদা মেটাতে বাংলাদেশকে সহায়তা করতে পারে চীন। এ ব্যাপার চীনা প্রতিনিধি দলের সহায়তা চান তিনি।

বস্ত্র ও পোশাক খাতে আলোচনায় বিশ্ববাজার প্রবণতা, নানা চ্যালেঞ্জ ও বিশাল সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে। সহযোগিতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতা বিনিময়ের কথা বলেন তারা।

এ সময় বিজিএমইএ পরিচালক নীলা হোসনে আরাসহ সংগঠনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *